যদিও বলে জোড়া স্বর্গেই রচিত হয়, কিন্তু এই জুটির ঘর বাঁধার সকল আয়োজন, লৌকিকতা ও অনুঘটন সবই অনুষ্ঠিত হয় এই নশ্বর মর্তের বুকেই।
সুতরাং , একটি
বিবাহ
বন্ধনের
জন্য
সর্বপ্রথম
আবশ্যিক
উপাত্ত
উপযুক্ত
বর
কনে।
কিন্তু
এর
পরেই
প্রধানতম
উদ্বেগ
ও
শীরপীড়া হলো
বিয়ে নামক বিশাল এক লৌকিকতার খরচ
। না না
করেও
কিছু
আবশ্যিক
খরচে
সম্মত
হতেই
হয়।
এবং
সেই
আবশ্যিক
খরচের
অনুষঙ্গ
বা
জোগাড়
অনেকেরই
থাকেনা।
উপার্জন করে ধীরে
ধীরে
জমাতে
গেলে অন্যদিকে উপযুক্ত
পাত্র
পাত্রীই
হাত
ছাড়া
হয়ে
যেতে
পারে।
এদিকে
, জীবনের যে
তিনটি
ঘটনা
সবচেয়ে
বড়
তা
হলো
জন্ম
, মৃত্যু , বিয়ে।
অন্য
দুটিতে
আমাদের
হাত
নেই,
তেমন
কিছু
করারও
নেই
।
কিন্তু
নিজের
বিয়েতে
নিজের
গুরুভার
থেকেই
যায়।
তাই
অর্থ
সামর্থ্যের
অভাবে
তা
একেবারে
পন্ড
করে
দেয়া
যায়না
।
আবার
ক্ষুধা
তৃষ্ণা
নিদ
হারাম
করে
সেই
অর্থ
সংগ্রহে
সর্বস্ব
বাজী
রেখে
বর্তমান
ও
ভবিষ্যত
লন্ড
ভন্ড
করে
দেয়া
যায়না।
তাই
বিয়ের
বন্ধন
যেহেতু
সারাজীবনের
, তাই
প্রয়োজনীয় খরচটা
অগ্রীম
করে
পরে সময় নিয়ে
চুকিয়ে
দিলেই
সহজ
সমাধান।
এবং
চমৎকৃত
হবার
বিষয়
যে
এই
চাহিদার
দিকে
লক্ষ্য
রেখেই
দেশে
এখন
বেশ
কয়েকটি
ব্যাঙ্ক
ম্যারেজ
লোন
পলিসি
প্রবর্তন
করেছে।
এবং
এসব
ঋণ
পাবার
শর্তও
বেশ
সহজ
এবং ঋণ পরিশোধও ভরণসুল,
সাস্রয়ী
।
শর্ত ও অংকভেদে মোটামুটি দেশের যেসকল ব্যাঙ্ক এখন ম্যারেজ লোন দিচ্ছে তাঁদের একটা প্রয়োজনীয় খসড়া নীচে আলোকপাত করা হলো । সংগে প্রয়োজনীয় সূত্র দিয়ে দেয়া হলো যাতে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন।
১। উত্তরা ব্যাংক ঃ উত্তরা ব্যাঙ্কে ম্যারেজ লোন নামেই আলাদা পরিষেবা আছে।
যে কোনও বাংলাদেশী ব্যক্তি, যার ব্যাংক ঋণ পরিশোধের সক্ষমতা এবং নির্ভরযোগ্য আয়ের উৎস রয়েছে ,সরকারী , বেসরকারী সংস্থা, মধ্য থেকে বড় আকারের স্থানীয় কর্পোরেট, আধা সরকারী, স্বায়ত্তশাসিত সংস্থার বেতনভুক্ত কর্মচারী / নির্বাহী হতে পারেন ( আন্তর্জাতিক সহায়তা সংস্থা এবং জাতিসংঘের সংস্থাগুলিরও ) । এবং অন্যান্য পেশাজীবিরাও নির্দিষ্ট শর্তে ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহনে সক্ষম ।
এই ঋণ অনুর্দ্ধ ষাটের অভিভাবক তাঁর সন্তানের জন্য, কিংবা যিনি বিয়ে করবেন তিনি পচিশ থেকে চল্লিশের ভেতর হলে ( আবেদনের সময়ে) এই ঋণের জন্য আবেদন করতে পারবেন।
ঋণের পরিমানঃ ২৫,০০০ থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত ।
পরিশোধের সময়ঃ ১ বছর থেকে তিন বছর । সূদের হার ১৫%।
ন্যূনতম পরিষেবা / দৈর্ঘ্য: স্থায়ী এবং নিশ্চিত বেতনভুক্ত ব্যক্তির জন্য, বর্তমান সংস্থায় ১ বছরের কর্মসংস্থানের সাথে মোট ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা।
ন্যূনতম বার্ষিক আয় (নেট বিডিটি): আবেদনকৃত ঋণের মোট বার্ষিক কিস্তির কমপক্ষে তিনগুণ পরিমাণ হতে হবে।
ঠিকানাঃ ঋণ গ্রহীতাকে অবশ্যই একই ঠিকানায় কমপক্ষে ৬ মাসের জন্য বসবাসকারী হবে।
এর জন্য প্রয়োজনীয় কাগজ পত্র, বিস্তারিত শর্ত ও আনুসাঙ্গিকতা প্রদত্ত সুত্রে পাবেনঃ
https://www.uttarabank-bd.com/index.php/home/productdetails/25
২। এন সি সি ব্যাঙ্কঃ ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্শিয়াল ব্যাঙ্ক বা এন সিসি ব্যাঙ্কে ম্যারেজ লোন নামে আলাদা পরিষেবা আছে।
যে কোনও পেশাজীবি যিনি তিন বছর প্রতিষ্ঠিত কোনো সংস্থায় বা প্রতিষ্ঠানে স্থায়ী কর্মী হিসেবে আছেন, বা ব্যবসায়ী যিনি তিন বছরকালীন নিয়মিত ব্যবসায়ে জড়িত আছেন, তিনিই এই ঋণের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া যে কোনো নিয়মিত আয় আছে (প্রবাসী আয় হলেও চলবে) এমন ব্যক্তিও আবেদন করতে পারবেন।
বিয়ে যিনি করবেন তিনি, বা তাঁর অভিভাবক বা ভাই বোনই কেবল আবেদন করতে পারবেন।
এক্ষেত্রে আবেদনকারীর বয়সসীমা ২১ বছর থেকে ৬০ বছর অব্ধি।
ঋণের পরিমান ও পরিশোধের সময়ঃ
৫০,০০০ থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত । পরিশোধের সময় ১ বছর থেকে তিন বছর ।
দুই লক্ষ এক টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত, পরিশোধের সময় ২ বছর থেকে ৬০ মাস।
এর জন্য প্রয়োজনীয় কাগজ পত্র, বিস্তারিত শর্ত ও আনুসাঙ্গিকতা প্রদত্ত সুত্রে পাবেন।
https://www.nccbank.com.bd/NccbLoanProducts/marriageLoan
৩। ট্রাস্ট ব্যাঙ্কঃ ঃ ট্রাস্ট ব্যাঙ্কেও ম্যারেজ লোন নামে বিশেষ পরিষেবা আছে।
বাংলাদেশ সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর নিশ্চিত ও সক্রিয় ইন-সার্ভিস ডিফেন্স কর্মীরা (অফিসার ব্যতীত) যারা ছয় বছর সার্ভিস সম্পন্ন করেছেন অথবা ২৪ বছর বয়েসে পৌঁছেছেন (যেটাই পূর্বে অর্জন করেছেন) এই লোনের জন্য আবেদন করতে পারেন। অন্য পেশাজীবিরাও ব্যাঙ্কে যোগাযোগ করে জেনে নিতে পারেন।
ছয় বছরে পরিশোধ করার সাপেক্ষে ৯% সুদে ১ লাখ টাকার ঋণের জন্য আবেদন করতে পারবেন।
আনুসাঙ্গিকতা নীচের সূত্রেঃ
https://www.tblbd.com/retail-banking/defense-loans/marriage-loan-scheme
৪। এ বি ব্যাঙ্কঃ পার্সোনাল লোনের আওতায় ম্যারেজ লোন নিতে পারবেন এবি ব্যাঙ্কেও।
আগে পৃথক সেবা থাকলেও এখন পার্সোনাল লোনের আওয়াতাধীন। ঋণের শর্তও আর দশটা ব্যাঙ্কের মতোই সরল।
সুদের হারও বেশ কম, ৯%।
সর্বোচ্চ ৬০ মাসের মেয়াদে ২০ লাখ টাকা পর্যন্ত লোন নেয়া যায়।
বিস্তারিত নীচের সূত্রে পাবেন।
https://abbl.com/retail-banking/loans/personal-loan/
৫। ডাচ বাংলা ব্যাঙ্ক ঃ ডিবিবিএল বা ডাচ বাংলা ব্যাঙ্ক লিমিটেডে পার্সোনাল লোনের আওতায় ম্যারেজ লোন আছে।
যেকোনো নিয়মিত চাকুরে ১-২ বছর চাকুরীর অভিজ্ঞতায়, সরকারী, বেসরকারী বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মী ৬ মাসের চাকুরীর অভিজ্ঞতায়, ডাক্তার ইঞ্জিনিয়ার , চার্টার একাউন্টেন্ট ৬ মাস, বাড়িওয়ালা, ব্যবসায়ী যে কেউ ২ বছরের একই উপার্জন সূত্রে থাকার অভিজ্ঞতায় এই লোনের জন্য আবেদন করতে পারেন।
দেড় বছরে পরিশোধ করার সাপেক্ষে ৫০ হাজার থেকে ২০ লাখ টাকার ঋণের জন্য আবেদন করতে পারবেন।
এক্ষেত্রে ব্যাবসায়ীদের মাসিক আয় ৫০ হাজার আর অন্যান্য ক্ষেত্রে ৩০ হাজার টাকা মাসিক আয় থাকতে হবে।
বিস্তারিত শর্ত ও আনুসাঙ্গিকতা নীচের সূত্রেঃ
https://www.dutchbanglabank.com/personal-banking/retail-loan.html
৬। ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেডঃ ইবিএল বা ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেডে এক্সিকিউটিভ লোনের আওতায় ম্যারেজ লোন পাবেন।
যেকোনো নিয়মিত চাকুরে ১-২ বছর চাকুরীর অভিজ্ঞতায়, স্ব নিযুক্ত কেউ ২ বছর একই উপার্জন সূত্রে থাকার অভিজ্ঞতায় এই লোনের জন্য আবেদন করতে পারেন ।
এক বছর থেকে ৬০ মাসের ভেতর পরিশোধ করার সাপেক্ষে এক লাখ থেকে ২০ লাখ টাকার ঋণের জন্য আবেদন করতে পারবেন।
এক্ষেত্রে ব্যবসায়ীদের মাসিক আয় ৩০ হাজার আর চাকুরীজীবিদের ক্ষেত্রে ২০ হাজার টাকা মাসিক আয় থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা সর্বনিম্ন ২২ বছর থেকে সর্বোচ্চ ৬০ বছর অব্ধি ।
বিস্তারিত শর্ত ও আনুসাঙ্গিকতা নীচের সূত্রেঃ
https://www.ebl.com.bd/retail-loan/EBL-Executive-Loan
৭। এইচএস বিসিঃ এইচ এস বি সি বা হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশনে পার্সোনাল লোনের আওতায় ম্যারেজ লোন পাবেন ।
সবচেয়ে সহজতম শর্তে ২৩ বছরের উর্দ্ধে যে কেউ, যেকোনো সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের কর্মী কিংবা স্বনিযুক্ত কেউ আয়ের উৎস দাখিল সাপেক্ষে এই লোনের জন্য আবেদন করতে পারেন ।
এক বছর থেকে ৬০ মাসের ভেতর পরিশোধ করার সাপেক্ষে ৫০ হাজার থেকে ১০ লাখ টাকার ঋণের জন্য আবেদন করতে পারবেন।
বিস্তারিত শর্ত ও আনুসাঙ্গিকতা নীচের সূত্রেঃ
https://www.hsbc.com.bd/1/2/retail-banking/loans/personal-loan
৮। প্রাইম ব্যাঙ্কঃ প্রাইম ব্যাংকে বর্তমানে ম্যারেজ লোন বলে পৃথক সেবা নেই। পার্সোনাল লোনের আওতায় ম্যারেজ লোন নিতে পারবেন।
সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারী সংস্থা, বিদেশী সংস্থা যাদের আগামী তিনবছরের চাকরীর নিশ্চয়তা রয়েছে এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে বিনিয়োগকারী, ব্যবসায়ী, বাড়ির মালিক – যাদের পর্যাপ্ত অর্থপ্রবাহ ( ক্যাশ ফ্লো) রয়েছে - সকলেই বিবাহ ঋণ পাবার যোগ্য ।
এই ঋণের পরিমান , সূদের হার ও পরিশোধের আবেদনকারীর স্থিতি ও উপার্জনের উপর নির্ভর করে পরিবর্তিত হয়।
তবে সাধারন হিসেবে তিন লাখ টাকা থেকে শুরু এবং পরিশোধের সময় তিন বছর।
পরিশোধের সুদের হার ৭.৯৯% থেকে শুরু।
এর জন্য প্রয়োজনীয় কাগজ পত্র ও আনুসাঙ্গিকতা প্রদত্ত সুত্র পাবেন।
https://www.primebank.com.bd/index.php/home/personal_loan
http://www.bankinfobd.com/products/view/379/Marriage_Loan
৯। ব্যাঙ্ক এশিয়া ঃ ব্যাঙ্ক এশিয়াতে কনজুমার ডিউরেবল লোনের আওতায় ম্যারেজ লোন পেতে পারেন।
যেকোনো নিয়মিত চাকুরে ৩ বছর চাকুরীর অভিজ্ঞতায়, স্ব নিযুক্ত কেউ ৩ বছর পেশায় থাকার অভিজ্ঞতায় এই লোনের জন্য আবেদন করতে পারেন ।
এক বছর থেকে চার বছরের ভেতর পরিশোধ করার সাপেক্ষে ৫০ হাজার থেকে ৫ লাখ টাকার ঋণের জন্য আবেদন করতে পারবেন।
এক্ষেত্রে যে কোনো পেশায় ১৫ হাজার টাকা মাসিক আয় থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা সর্বনিম্ন ২৫ বছর থেকে সর্বোচ্চ ৫৭ বছর অব্ধি।
বিস্তারিত শর্ত ও আনুসাঙ্গিকতা নীচের সূত্রেঃ
https://www.banksbd.org/balb/consumer-durable-loan.html
১০। সিটি ব্যাঙ্কঃ সিটি ব্যাঙ্ক এ পার্সোনাল লোনের আওতায় ম্যারেজ লোন পাবেন।
যেকোনো বেতনভুক্ত নিয়মিত চাকুরে ১ বছর চাকুরীর অভিজ্ঞতায়, যে কোনো পেশাজীবি ২ বছর আর ব্যবসাজীবি ৩ বছর একই পেশায় থাকার অভিজ্ঞতায় এই লোনের জন্য আবেদন করতে পারেন।
এক বছর থেকে ৬০ মাসের ভেতর পরিশোধ করার সাপেক্ষে এক লাখ থেকে ২০ লাখ টাকার ঋণের জন্য আবেদন করতে পারবেন।
এক্ষেত্রে প্রয়োজনীয় মাসিক আয় , পেশাভেদে নিম্ন বর্ণিত ঃ
বেতনভুক্ত কার্যনির্বাহী: ২০ হাজার টাকা
বাড়িওয়ালা: ৩০ হাজার টাকা
পেশাদার: ৫০ হাজার টাকা
ব্যবসায়ী : ৫০ হাজার টাকা
আবেদনকারীর বয়সসীমা সর্বনিম্ন ২২ বছর থেকে সর্বোচ্চ ৬০ বছর অব্ধি।
বিস্তারিত শর্ত ও আনুসাঙ্গিকতা নীচের সূত্রেঃ
https://www.thecitybank.com/loan/personal-loan
১১। মধুমতী ব্যাঙ্কঃ মধুমতী ব্যাঙ্ক এ পার্সোনাল লোনের আওতায় ম্যারেজ লোন পেতে পারেন।
যেকোনো বেতনভুক্ত নিয়মিত চাকুরে দেড় বছর চাকুরীর অভিজ্ঞতায়, যে কোনো স্ব নিযুক্ত পেশাজীবি এক বছর আর ব্যবসাজীবি ২ বছর স্থায়ী উপার্জনে থাকার অভিজ্ঞতায় এই লোনের জন্য আবেদন করতে পারেন।
ছ’মাস থেকে ৬০ মাসের ভেতর পরিশোধ করার সাপেক্ষে ৫০ হাজার থেকে ২০ লাখ টাকার ঋণের জন্য আবেদন করতে পারবেন।
এক্ষেত্রে প্রয়োজনীয় মাসিক আয়, পেশাভেদে নিম্ন বর্ণিতঃ
বেতনভুক্ত কার্যনির্বাহী: ১৫ হাজার টাকা
স্ব নিযুক্ত ব্যক্তি বা ব্যবসায়ী : ৩০,০০০ টাকা
আবেদনকারীর বয়সসীমা সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৬০ বছর অব্ধি।
বিস্তারিত শর্ত ও আনুসাঙ্গিকতা নীচের সূত্রেঃ
https://www.modhumotibankltd.com/modhumoti-personal-loan/
১২। মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কঃ মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক এ পার্সোনাল লোনের আওতায় ম্যারেজ লোন পেতে পারেন।
যেকোনো বেতনভুক্ত নিয়মিত চাকুরে ১ বছর চাকুরীর অভিজ্ঞতায়, যে কোনো পেশাজীবি দেড় বছর আর ব্যবসাজীবি ২ বছর স্থায়ী উপার্জনে থাকার অভিজ্ঞতায় এই লোনের জন্য আবেদন করতে পারেন।
এক বছর থেকে পাচ বছরের ভেতর পরিশোধ করার সাপেক্ষে ৫০ হাজার থেকে ১০ লাখ টাকার ঋণের জন্য আবেদন করতে পারবেন।
এক্ষেত্রে প্রয়োজনীয় মাসিক আয়, পেশাভেদে নিম্ন বর্ণিতঃ
সরকারী কর্মীদের জন্য ন্যূনতম ১৮ হাজার টাকা
এমইটিবি সহ সিইপিপি / প্যারোল / বেতনের জন্য ন্যূনতম ২০ হাজার টাকা
অন্যান্য বেতনভোগী ব্যক্তির জন্য ন্যূনতম ৩০ হাজার টাকা
স্ব-কর্মসংস্থানের জন্য ন্যূনতম ৫০ হাজার টাকা
ব্যবসায়ী / বাড়িওয়ালা/ওয়ালী / জমির মাকিল / অন্যান্য আয়ের ব্যক্তিদের জন্য সর্বনিম্ন ৫০হাজার টাকা ।
আবেদনকারীর বয়সসীমা সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৬৫ বছর অব্ধি।
বিস্তারিত শর্ত ও আনুসাঙ্গিকতা নীচের সূত্রেঃ
https://www.mutualtrustbank.com/retail/retail-loan/mtb-personal-loan/
১৩। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কঃ এনি পারপাজ লোনের আওতায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কে ম্যারেজ লোন নিতে পারবেন।
তবে এ বিষয়ে বিস্তারিত জানতে হলে লোনের জন্য যোগাযোগ করতে হবে আবেদনকারীকে সরাসরি।
যোগাযোগ, নীচের সূত্রেঃ
https://www.sc.com/bd/loans/personal-loan/
১৪। আইডিএলসিঃ দেশের সবচেয়ে বড় নন ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসিও দিয়ে থাকেন ম্যারেজ লোন, পার্সোনাল লোনেরই আওতায় ।
যে কোনো পেশাজীবি বর্তমান কর্মক্ষেত্রে নূন্যতম দুই বছরের অভিজ্ঞতা থাকলেই এই ঋণের জন্য আবেদন করতে পারবেন ।
সর্বনিম্ন ১ লাখ টাকার জন্য এই ঋণের জন্য আবেদন করতে পারেন এবং পরিশোধের সময়কাল সর্বোচ্চ পাঁচ বছর।
আবেদনকারীর বয়স সীমা ২০ থেকে ৬০ বছর ।
বিস্তারিত শর্ত ও আনুসাঙ্গিকতা নীচের সূত্রেঃ
https://idlc.com/personal-loan
অগ্রীম শুভেচ্ছা ও শুভকামনা সকল বিবাহপ্রার্থীর জন্য।
Ⓒ 2021 DeshiWedding.com All rights reserved.
Leave a Comment